Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ট্রাক বাস সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৩:৪৭ পিএম

মাগুরায় বাস ট্রাক সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনা দসস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৬ জন। নিহত সেনা সদস্যের নাম আবু হানিফ।

রোববার ১৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে মাগুরা যশোর সড়কের শেখ পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু হানিফ যশোর জেলার পৌর এলাকা মোহাম্মদ আবদুল গনির ছেলে। আহতদের ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি যশোর ও সাতক্ষীরা জেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা হতে যশোর গামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাগুরামুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ওই সেনাসদস্যের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল নেয়া হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, দুর্ঘটনার পর পরিবহন ও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ