Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরাগে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১:১৯ পিএম

রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত ও তার ছেলে আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া বেগমের (৪৮) বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার গোয়ালভাওর গ্রামে। এ ঘটনায় তার আহত ছেলে মহিউদ্দিন (১৬) ঢামেকে চিকিৎসাধীন।

নিহত আম্বিয়ার আরেক ছেলে শামছুদ্দিন জানান, তারা বর্তমানে তুরাগ কামারপাড়া রোসাদিয়া এলাকায় ভাড়া থাকেন।

তিনি বলেন, 'আমিসহ মা আম্বিয়া বেগম, বাবা মোজাম্মেল হক ও ছোট ভাই মহিউদ্দিন মোট ৪ জন গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। রাস্তা দিয়ে হেটে তুরাগ বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক আমাদের ধাক্কা দেয়। এতে মা ও মহিউদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। তাদের দ্রুত ইষ্ট ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।'

এ ঘটনায় বাবাসহ নিজে অক্ষত আছেন বলে জানান শামছুদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ