Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীবাড়ীতে দুলাভাই এর প্রায়ভেটকারে দুই যুবক নিহত

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ২:২৫ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে ওই প্রায়ভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে জিসান (১৯) ও ফাহিম (১৯)নামে দুই যুবক নিহত হয়েছে ও গাড়ীর ভিতরে থাকা তাদের অপর এক বন্ধু জাহিদ হাসান (১৬) গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ে জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নীপতির গাড়ি নিয়ে ১৩ মে, শুক্রবার গভীর রাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে ওই তিন বন্ধু টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন একটি ব্রীজ এর গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ