Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে রকেট হামলা, নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৯:৫৫ এএম

সিরিয়ায় সেনাবাহিনীর একটি বাসে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীদের রকেট হামলায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর আনজারা শহরে এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন।
হামলার দায় এখনও কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার না করলেও সিরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও আলেপ্পোর সবচেয়ে বড় সশস্ত্র দল হায়াত তাহরির আল শাম (এইচটিএস) হামলায় পুড়ে যাওয়া সেই বাসের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
সিরিয়ার এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, নিহত সেনারা শিয়া সম্প্রদায়ের ছিলেন এবং তাদের বাড়ি ছিল নুবল ও জাহরা শহরে। সূত্র: আলজাজিরা, রয়টার্স, এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ