Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১২:০৭ পিএম

বগুড়ার শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। ১৩ মে (শুক্রবার) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ভাড়ায় যাত্রী বহন করছিল। দুর্ঘটনায় নিহত দুজন যাত্রী ও চালক বলে জানা গেছে।

নিহত মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫২) ও যাত্রী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।

এলাকাবাসীর বর্ণনা মতেজানা যায়, কোচচালক ফজর আলী ডিউটি শেষ করে রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটর সাইকেল ভাড়া করে। বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় এসে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ আত্মীয়রা এসে নিয়ে গেছে। কোন পরিবহন তাদেরকে চাপা দিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ