Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তথ্য সুরক্ষায় বাইডেনের নতুন পদক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১২:০১ এএম

মার্কিনিদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল টিকটক কিংবা উইচ্যাটের মতো অ্যাপগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলো মার্কিনিদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এবার এটি প্রতিরোধে একটি নির্বাহী আদেশের খসড়া প্রস্তুত করেছে মার্কিন সরকার। এই পদক্ষেপ মার্কিনিদের তথ্য হাতিয়ে নেয়া থামাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ব্যাপক ক্ষমতা প্রদান করবে। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে জানানো হয়েছে, সরকারের এজেন্সিগুলো ওই প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছে। বাইডেন প্রশাসন যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে কঠিন অবস্থানে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যায় এই পদক্ষেপ থেকে। প্রথম থেকেই চীনা বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে মার্কিনিদের তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল। টিকটক ও উইচ্যাটের মতো অ্যাপগুলো ব্যবহারকারীদের ব্যাক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি পায়। এ জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অ্যাপগুলো নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, এই অ্যাপগুলো মার্কিনিদের তথ্য সংগ্রহ করে তা চীনের সরকারের কাছে হস্তান্তর করে। চীন এবং এই কোম্পানিগুলো একাধিকবার এই অভিযোগ অস্বীকার করেছে। তবে আদালতের কারণে সেই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারেনি। পরে বাইডেন ক্ষমতায় এসে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। নতুন নির্বাহী আদেশ নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে জানা গেছে, এখনও খসড়াটি প্রাথমিক পর্যায়েই রয়েছে। সামনে এতে আরও পরিবর্তন আসতে পারে। সা¤প্রতিক বছরগুলোতে মার্কিন গোয়েন্দারা চীনা অ্যাপের বিষয়ে সতর্ক করে আসছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে চীনা কোম্পানিগুলো বিনিয়োগ করে মার্কিনিদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য হাতিয়ে নিচ্ছে বলেও জানিয়েছে গোয়েন্দারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ