Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় মহাসড়কে গাড়িচাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ২:১৫ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা অংশে গাড়ি চাপায় মোটরসাইকেল চালানোর সময় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭টায় কাবিলা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহত শিক্ষার্থী হাফেজ নাজমুল হাসান (২৫) কুমিল্লার বুড়িচং কালাকচুয়া ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১২ মে) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা মহাসড়ক এলাকায় মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষার্থীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাফেজ নাজমুল হাসান সৈয়দপুর (আজিমপুর) এলাকার এনামুল হাসানের ছেলে। সে কালাকচুয়া ফাজিল মাদরাসার ফাযিল ১ম বর্ষের ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ