গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
মঙ্গলবার এটিইউ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ, ফতুল্লা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. ইউনুস আলী ওরফে ইয়ানুছ ওরফে ইউনুস ড্রাইভার(৫২)। সে ছয়টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। সে ওইসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে আতœগোপনে চলে যায়। পরবর্তীতে সে নিজের নাম পরিবর্তন করে ইউসুফ নাম ধারণ করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আতœগোপন করত। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।