Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৯:৫৪ এএম

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৭০) নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মে) সকাল ৭টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হরিরামপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। সে উপজেলার হরিরামপুর গ্রামের মৃত হাজী শহর আলীর পুত্র।

জানা যায়, সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ সকালে স্থানীয় হরিরামপুর মোড়ে দোকানে চা পান করে ঢাকা-শেরপুর মহাসড়ক পারাপারের জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এমন সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদের মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় ঘন্টাব্যাপী ঢাকা-শেরপুর সড়কে যানচলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন। আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদের মৃত্যুর সংবাদে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ