Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে পেট্রল সংকটের কিছুটা উন্নতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৫:৩০ পিএম

ঈদের পর থেকে সরবরাহ না থাকায় কুড়িগ্রামে তীব্র পেট্রল সংকট দেখা দিলেও সোমবার (৯ মে) সকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে। রোববার রাতে পাম্পগুলোতে কিছুটা তেলের যোগান আসায় পেট্রল পেতে শুরু করেছে চালকরা। তবে এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। রাতে বাকী লরিগুলো আসলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানিয়েছে পাম্প মালিকরা।
সরজমিন সোমবার সকালে শহরের এসএস ফিলিং স্টেশন, পনির পাম্প, ফ্রেন্ডস ফিলিং স্টেশন, সাহা ফিলিং স্টেশন ও সোনামনি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায় মটর সাইকেল চালকরা চাহিদামত পেট্রল বা অকটেন পাচ্ছেন না। কেউ ৫ লিটার পেট্রল চাইলে তাকে ৩ লিটার দেয়া হচ্ছে। কিছুটা রেসনিংভাবে দেয়া হচ্ছে জ¦ালানি তেল। রাতে বাকী লরিগুলো আসলে মঙ্গলবার থেকে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে কাউন্টারের ম্যানেজাররা জানিয়েছেন।
খলিলগঞ্জ বাজার এলাকার এসএস ফিলিং স্টেশনের ম্যানেজার চন্দ্রন কুমার রায় জানান, আমরা সীমিত পরিসরে পেট্রল দিচ্ছি। দ্বিতীয় লরিগুলো আসলে আর কোন সমস্যা থাকবে না।
শহরের ফ্রেন্ডস ফিলিং স্টেশনের ম্যানেজার মুন্না জানান, আমার পাম্পে ৯হাজার লিটার চাহিদা থাকলেও যোগান পেয়েছি মাত্র ২ হাজার লিটার। ফলে গড়ে ২ লিটার করে পেট্রল দেয়া হচ্ছে। একই কথা জানালেন সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার তারা মিয়া।
এদিকে সাহা ফিলিং স্টেশনের মালিক রিন্টু সাহা জানান, আমার দৈনিক ১৫ হাজার লিটার জ¦ালানি প্রয়োজন, আমি আজ পেয়েছি ৯হাজার লিটার। ফলে ঘাটতি থেকে যাচ্ছে।
জেলা পেট্রল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আমি রাতে ৩০ হাজার লিটার জ¦ালানি পেয়েছি। বিকেলের পর আরো ৫০ হাজার লিটার জ¦ালানি পেলে আমার আর কোন সমস্যা থাকবে না।
জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও জানান, কুড়িগ্রামে ২৫টি পেট্রল পাম্পে গড়ে ৯০ থেকে এক লক্ষ লিটার পেট্রল ও সাড়ে ৩ লক্ষ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। ইতোমধ্যে পেট্রল সরবরাহ শুরু হওয়ায় সংকট কেটে গেছে। মঙ্গলবার থেকে স্বাভাবিক অবস্থায় পাম্পগুলো ফিরে আসবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেট্রল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ