Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশে আটক সাংবাদিকের প্রেমিকাকে কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:২৩ পিএম

২০২১ সালের মে মাসে সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিককে সাথে তার প্রেমিকাকেও আটক করে বেলারুশ৷ রাইন এয়ারের একটি ফ্লাইটে ২৪ বছরের রাশিয়ান তরুণী সোফিয়া সাপেগাকে নিয়ে গ্রিসের রাজধানী এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনুস যাচ্ছিলেন রোমান প্রোটাসেভিচ৷

বোমা হামলার আশঙ্কা রয়েছে এমন তথ্য দিয়েবিমানটির যাত্রাপথ পরিবর্তন করে বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করায় দেশটির সরকার৷ এরপর বিমানে থাকা সাংবাদিক রোমান প্রোটাসেভিচ ও তার বান্ধবী সোফিয়া সাপেগাকে আটক করে প্রশাসন৷

বিমানটিতে হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের কথা বলা হলেও পরবর্তীতে এই আশঙ্কার কোনো সত্যতা পাওয়া যায়নি৷ এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো৷ রায়ের পর দেওয়া এক বিবৃতিতে বেলারুশের বিরোধী দলের নির্বাসিত নেতা স্ভিয়াটলানা সিখানোউস্কায়া বলেন, ‘‘সোফিয়া ও তার পরিবারের প্রতি আমার সমবেদনা৷ স্বৈরশাসকের কারণে কাউকেই যেন নির্যাতন সইতে না হয়৷''

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সোফিয়াকে সহায়তা প্রদান করা হবে বলে জানান৷ তবে রায়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি৷ তিনি বলেন, ‘‘সে একজন রাশিয়ান নাগরিক৷ তাই আমরা আমাদের কূটনৈতিক ও অন্যান্য মাধ্যমে তার আইনি অধিকার নিশ্চিতে কাজ করব৷'' এদিকে সাংবাদিক রোমান প্রোটাসেভিচের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানা গেছে৷ এমনকি তার বিরুদ্ধে তদন্তের বর্তমান অবস্থাও পরিষ্কার নয়৷

২০১৯ সালে বেলারুশ ত্যাগ করে পোলান্ডের নেক্সটা লাইভ নামে একটি সংবাদমাধ্যমে কাজ শুরু করেন রোমান প্রোটাসেভিচ৷ সেই সাথে যোগাযোগমাধ্যম টেলিগ্রামেও কাজ করতেন তিনি৷ নেক্সটা লাইভ নানা সময়ে লুকাশেঙ্কো সরকারের সমালোচনা করে আসছে৷ ২০২০ সালে দেশটিতে লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিবাদের বিস্তারিত প্রকাশ করেছিল গণমাধ্যমটি৷ সেসময় লুকাশেঙ্কোর বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম ও দমন-নিপীড়নের অভিযোগে দেশব্যাপী আন্দোলন চলছিল৷ তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ বারবারই অস্বীকার করেছে লুকাশেঙ্কো৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ