Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ১০:২১ পিএম

জেলার পাঁচবিবি উপজেলায় আজ ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত একব্যক্তির মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর (বয়স আনুমানিক ৪৮ বছর) পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার কদমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলতপাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) এবং মৃধনপাড়া গ্রামের এফাজউদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাটগামি একটি ট্রাক পথিমধ্যে জয়পুরহাট-হিলি সড়কের কদমতলী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে পাঁচবিবিগামী একটি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ