প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. আনচার্টেড
২. ডগ
৩. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
৪. ডেথ অন দ্য নাইল
৫. জ্যাকঅ্যাস ফরেভার
ডগ
চ্যানিং টেটাম এবং রাইড ক্যারোলিন পরিচালিত রোড ট্রিপ কমেডি ফিল্ম। টেটাম-ক্যারোলিনের পরিচালনায় এটি প্রথম ফিল্ম।
সেনা রেঞ্জার ব্রিগসকে (চ্যানিং টেটাম) সবসময় কৌতূহলী, আর রাগি কুকুর লুলুর দেখভালের দায়িত্ব দেয়া হয়। বেলজিয়ান ম্যালিনয় জাতের কুকুরটি দীর্ঘদিন ধরে সেনা বাহিনীর সঙ্গে আছে, তার এর আগের হ্যান্ডলার ছিল ব্রিগসের বন্ধু রাইলি রডরিগেজ, তার মৃত্যুর পর লুলুকে দেখাশোনা করছে ব্রিগস। লুলুকে রডরিগেজের অ্যারিজোনাতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নিয়ে যাবে ব্রিগস তার ১৯৮৪ মডেলের ব্রঙ্কো পিকআপে করে। মারাত্মক এক মস্তিষ্কের আঘাতের পর কোনও রোড ট্রিপে তেমন আগ্রহ নেই ব্রিগসের, শুধু সেনা দায়িত্ব পালনেই তার আগ্রহ। আর লুলুকে জায়গা মত পৌঁছে দেয়ার তার দায়িত্বে পরিণত করে তার কমান্ডিং অফিসার।
বলাই বাহুল্য কুকুর আর ব্রিগসের আচরণ পরস্পরকে পাগলামির দ্বারপ্রান্তে নিয়ে যায়। তবে এতসবের মধ্যেও কুকুর আর মানুষের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।