প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. দ্য ব্যাটম্যান
২. আনচার্টেড
৩. ডগ
৪. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
৫. জুজুৎসু কাইজেন জিরো
জুজুৎসু কাইজেন জিরো
সিয়ঙ-হু পার্ক পরিচালিত অ্যাকশন এনিমেশন ফিল্ম। জনপ্রিয় জাপানি মাঙ্গা এনিমে সিরিজ ‘জুজুৎসু কাইজেন’-এর প্রিকুয়েল এটি। দক্ষিণ কোরিয়ার পার্ক ‘জুজুৎসু কাইজেন’ সিরিজ এবং ‘দ্য গড অফ হাইস্কুল’ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। তারা যখন শিশু ইউতা ওকোতসুর (ভয়েস: কেইলি ম্যাকি) চোখের সামনে তার বান্ধবী রিকা ওরিমোতো (ভয়েস: আনাইরিস কিনোয়ানিস) এক দুর্ঘটনায় নিহত হয়। রিকা অশরীরিরিতে পরিণত হয় আর ইউতা তার নিজের মৃত্যুর অপেক্ষায় থাকে যাতে প্রিয় বন্ধুর সঙ্গে পরলোকে এক হতে পারে। তবে বেঁচে থাকার এক উপলক্ষ তৈরি হয়। জুজুৎসু জাদুকর সারোতু গোজো (ভয়েস: কাইজি ট্যাং) তাকে তার জুজুৎসু হাইতে ভর্তি হবার আহ্বান জানায়। সেখানে ইউতা মাকি জেন’ইন, টোগি ইনুমাকি এবং পান্ডাকে সহপাঠী হিসেবে পায়। সেখান থেকে একই সঙ্গে সাধারণ মানুষকে হত্যার জন্য সুগুরু গেতোকে (লেক্স ল্যাং) বহিষ্কার করা হয়। সুগুরু তার অশুভ শক্তিকে শিনজুকু এবং কিয়োতোর ওপর ব্যবহার করে। ইউতা কি তাদের গেতোর শাপ থেকে রক্ষা করতে পারবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।