প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. এনকান্তো
২. গোস্টবাস্টার্স : আফ্টারলাইফ
৩. হাউস অফ গুচি
৪. ইটারনাল্স
৫. রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু রেকুন সিটি
এনকান্তো
বাইরন হাওয়ার্ড এবং জেরেড বুশ পরিচালিত এনিমেশন অ্যাডভেঞ্চার ফিল্ম। ‘বোল্ট’ (২০০৮), ‘ট্যাঙ্গলড’ (২০১০), ‘জুটোপিয়া’ (২০১৬) হাওয়ার্ড পরিচালিত ফিল্ম, এর মধ্যে বুশ ‘জুটোপিয়া’তে সহকারী ছিলেন ।
মিরাবেল সিদ্ধান্ত কলোম্বিয়ার পাহাড়ি এলাকায় এক গোপন জায়গা এনকান্তো। এখানেই মার্দিগাল পরিবারের বাস। মার্দিগাল পরিবারে সবার কোন না কোন অতিমানবীয় ক্ষমতা রয়েছে। তাদের প্রায় সবার অসুস্থ মানুষকে সারিয়ে তোলার ক্ষমতা আছে- শুধু একজনকে বাদে, তার নাম মিরাবেল (স্টেফানি বিয়েট্রিস)। একদিন মিরাবেল জানতে পারে এনকান্তোর জাদুকরী পরিবেশ হুমকির মুখে পড়েছে। মিরাবেল সিদ্ধান্ত নেয় সে তার পরিবার আর এনকান্তোকে এই হুমকি থেকে রক্ষা করবে যদিও তার কোনও অতিমানবীয় ক্ষমতা নেই। তার কোনও আলাদা ক্ষমতা নেই বলে শুধু বুদ্ধি দিয়ে এই কাজটি করতে হবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।