চাঁপাইনবাবগঞ্জ সদরে সামিয়া শিফা (৬) ও শিবগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ ভুতু (৫৮) নামের দুজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিকাপাড়া মোড় আর শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের নলবোনা এলাকায় এ সড়ক দূর্ঘটনাগুলো ঘটে।
নিহত সামিয়া শিফা হলেন রাজশাহীর পুঠিয়ার তাহেরপুর এলাকার রায়হান আলীর মেয়ে ও আব্দুর রশিদ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়ের বাবলাবনা এলাকার মৃত লুৎফল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশু সামিয়া রাস্তা পারাপারের সময় অটোচালক তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হলে, হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। অটোসহ চালক পুলিশের হেফাজতে আছে বলেও জানায় ওসি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, চার্জার ভ্যানের চালক আব্দুর রশিদ ভুতু খাসেরহাট বাজারের দিকে আসার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুর রশিদ মারা যায়। সুযোগ বোঝে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।