বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় টেপু (৪৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রম্মচারী নামক স্থানের অ¤্রবাড়ী মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক টেপু নিলফামারী জেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বেতঘেরা বাবুপাড়া গ্রামের মৃত ছবিউদ্দিন এর ছেলে। এবং সে পেশায় একজন ধানকাটা শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধানকাটার জন্য নীলফামারী ডোমার থেকে পার্বতিপুর বাসষ্টান্ড এলাকায় ভ্যান ভাড়া করে ভ্যানচালকসহ ৯জন শ্রমিক তিলেকপুর যাওয়ার উদ্দ্যেশে রওনা দিলে বিরামপুর অভিমুখে যাবার পথে সকাল ১১টার সময় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রম্মচারী নামক স্থানের অ¤্রবাড়ী মাদ্রাসার সামনে এলে পিছন দিক থেকে (ঢাকা মেট্রো-ট-১৫-৭২-৬৯) ট্রাকটি সজরে ধাক্কা দেয়। এতে ভ্যানের এক্সেল ভেঙ্গে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই টেপু (৪৫) নামে একজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় ভ্যান চালক সাজিদুর রহমান (৫১) এবং শ্রমিক শহিদুল ইসলাম(৫১)। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভ্যানচালকসহ ৯জন শ্রমিক তিলেকপুর যাওয়ার উদ্দ্যেশে রওনা দিলে বিরামপুর অভিমুখে যাবার পথে উপজেলার ব্রম্মচারী নামক স্থানের অ¤্রবাড়ী মাদ্রাসার সামনে পিছন দিক থেকে একটি ট্রাক সজরে ধাক্কা দিলে,ঘটনা স্থলেই টেপু (৪৫) নামে একজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন শ্রমিক। খবর পেয়ে আহতদের উদ্ধারসহ লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক (ঢাকা মেট্রো-ট-১৫-৭২-৬৯) ট্রাকটিকে আটক করা গেলেও,চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।