Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ১:৫১ পিএম

আজ ৫ এপ্রিল'২২ সকালে ঈশ্বরদী- কুষ্টিয়া মহাসড়কের চাঁদআলীর মোড়ে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, উল্লেখিত সড়কের লালন শাহ সেতু এলাকা থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগামী একটি মটর সাইকেল কলা বোঝাই একটি পিক আপকে ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে রাস্তার ওপর সিটকে পড়ে।এতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে মটর সাইকেল চালক ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান বিজয়(২০) ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।অন্যদিকে পিক-আপের চালকও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পিকআপটি রাস্তার পাশের গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এতে পিক-আপের হেলপার অজ্ঞাত নামা( ২৫)ঘটনাস্হলেই নিহত হয়।
এসময় মটর সাইকেলের অপর আরোহীসহ আরও ৩ জন আহত হয়।আহতদের উদ্ধার করে স্হানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্ঘটনাটা কবলিত পিকআপ ও মটর সাইকেল জব্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ