গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আজ শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি আরও জানিয়েছেন, চাঁদের ওপর ভিত্তি করে একইসঙ্গে ৪ মে’র অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।
আজ রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
রোববার (১ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের একথা জানান তিনি।
মাসুদ সারওয়ার বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (২ মে) ও পরদিন মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই হিসেবে আজ যদি চাঁদ দেখা যায়, তাহলে কাল ঈদ। কাল ঈদ হলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর কাল ঈদ না হলে আজ সন্ধ্যা থেকে আগামীকালের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের পর দিন থেকে স্বাভাবিক নিয়মে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।