যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইয়র্কের ৫০০ পরিবারকে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করলো সিটির অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। বিভিন্ন কর্মসূচির পর গত শুক্রবার তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করে ।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ও আমেরিকান ফ্যামিলি সাপোর্ট সেন্টারের উদ্যোগে রমজান ও ঈদ সামগ্রী হালাল চিকেন ও গ্রোসারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, ২৬ ডিস্ট্রিকের কাউন্সিল ওমেন জুলি উন। তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের উপস্থিতি ও কর্মসূচি বাস্তবায়নে যে আগ্রহ তা আমাকে আনন্দিত করেছে। আমি এই সংগঠনের অগ্রযাত্রা কামনা করি।
বিশেষ অতিথি ছিলেন, নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর ইভি হ্যান্ড টু পুলুস, আরব আমেরিকান সংগঠনের সালমা আহমেদ ও সদস্যবৃন্দ। সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
এস্টোরিয়া বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক প্রথম সভাপতি আব্দুল বাছিত, ছাত্রনেতা শাহাবুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর আগামী নির্বাচনের সভাপতি প্রার্থী মাহসাদুল হক সানু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, ট্রেজারার এমদাদ রহমান তরফদার, সদস্য সাব্বির আহমেদ, আবু সুলেমান মির জাকির, আনোয়ার হোসেন রুবেল, এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আবুল বাশার মিলন ও নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি আজহার ইসহাক খোকা, কাউন্সিল অফিসের ফারাহ সালাম ও ছাবের চৌধুরীসহ এস্টোরিয়ার অনেকেই।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আরব আমেরিকান সেন্টার ফ্যামিলির সদস্যবৃন্দ এবং সকল ভলেন্টিয়ারদের মানবতার কাজে এগিয়ে আসার জন্য সবাই ধন্যবাদ জানান এবং আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।