Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ উপলক্ষে তারান্নুমের নতুন দুই গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের দুটি নতুন গান গেয়েছেন। ‘মায়াবিনী পাখি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন স্বচ্ছ সাব্বির। ফোক রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন আহমদ ফারুক এবং সুর করেছেন আকরাম খান। গানটির সংগীত করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হয়েছেন রাইসা রিয়া ও সাজিদ হাসান। ঈদের আগে মুক্তি পাবে ‘জানুক দুনিয়া’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও। এতে তারান্নুমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি এবং সুর, সঙ্গীত করেছেন কাউসার খান। এক ঝাঁক নাচের শিল্পী নিয়ে গানচিত্র নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ আর অভিনয় করেছেন সালমান আরিফ এবং সঙ্গে আছেন মাহতাবীন মম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ উপলক্ষে তারান্নুমের নতুন দুই গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ