বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের কয়েকটি গ্রামে শনিবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, পূর্ব বিঘা, রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ পালন করেন।
শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তালিমুল কুরআন নুরানী মাদরাসা প্রাঙ্গণে ঈদের বৃহত জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্ন গ্রামের মুসল্লিগন পৃথক ভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদগাঁ মাঠ ও বাড়ীর উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মুসল্লিরা গত ৪৩ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।