Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে এক যুবকের লাশ উদ্ধার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ২:৪৫ পিএম

শনিবার (৩০ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সখিপুর পৌর যুব আন্দোলনের আহ্বায়ক মামুন তালুকদার(৩২) এর লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। যুব আন্দোলন হল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন। এলাকাবাসী জানায়, মামুন নেশাগ্রস্ত ছিল এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিল। ঝড়ের কারণে সখিপুর পৌরসভায় সারারাত বিদ্যুৎ ছিল না । শনিবার সকালে পৌর ৮ নং ওয়ার্ডের শামীমের করাতকলের পাশে মামুনের লাশ দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সখিপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মামুন হার্ট অ্যাটাক এ মামুনের মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ