বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের কাছ থেকে কিস্তি আদায় স্থগিতের অনুরোধ জানিয়ে চিঠি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা। সোমবার উপজেলার ২০টি বেসরকারি সংস্থাকে (এনজিও) এ চিঠি দেওয়া হয়। বিকেলের মধ্যেই উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঋণ সংশ্লিষ্ট এনজিও কার্যালয়ের ব্যবস্থাপকদের কাছে ওই চিঠি পৌঁছে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাইল হুসনা লিজা ওই চিঠিতে বলেন, দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চায়ের দোকান বন্ধ করার ঘোষণা হওয়ায় অধিকাংশ ক্ষুদ্র আয়ের মানুষের রোজগার কমে গেছে। অনেকের দৈনন্দিন আয়ও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের কাছ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখার জন্য ঋণদাতা সংস্থাকে অনুরোধ জানান তিনি। এছাড়াও সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সই করা চিঠি ‘উপজেলা প্রশাসন সখিপুর’ নামের একটি ফেইজবুক পেইজে প্রচার করা হয়। এতে পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সকল কিস্তি আদায় স্থগিত থাকবে বলে জানানো হয়। সখিপুর গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মন্জুর কাদের বলেন, সোমবার বিকেলে ওই চিঠি আমাদের কার্যালয়ে এসেছে। এ উপজেলায় ৫০০ কেন্দ্রে ২২ হাজার ক্ষুদ্রঋণ গ্রহিতা রয়েছে। গত রাতে ফেসবুকে কিস্তি আদায় বন্ধ শিরোনামে প্রচার হওয়ায় সোমবার মাঠ কর্মীরা আনুমানিক ৪০ ভাগ ঋণ আদায় করতে পারেনি। মঙ্গলবার থেকে ঋণ আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাইল হুসনা লিজা ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।