Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে এমপি’র সময়োপযোগী উদ্যোগে, বেইলী ব্রীজ মেরামতের কাজ চলছে

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৪:৪৯ পিএম

সখিপুর-বাটাজোর-সিডস্টোর-ঢাকা-ময়মনসিংহ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন মালবাহী গাড়ীসহ হাজার যাত্রী এ সড়কে যাতায়াত করে। কীর্ত্তনখোলা-ধুমখালী বেইলী ব্রীজটির পাটাতন প্রায় ৮মাস পূর্বে ভেঙ্গে যাওয়ায় ব্রিজটি এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের চরম জনদুর্ভোগের মধ্যে পড়তে হয়। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান ও প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বেইলী ব্রীজটি সংস্কারের জন্য শুধু আশ^াস দিয়েছেন,কিন্তু গত ৮মাস যাবৎ কোন সংস্কার করা হয়নি। অবশেষে টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের এমপি ,টাঙ্গাইল জেলা আ.লগি সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর নিজস্ব উদ্যোগে মেরামতের কাজ হচ্ছে। এমপি জোয়াহেরুল ইসলাম বলেন,পরবর্তী সময়ে এখানে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে স্থায়ী একটি আরসিসি ব্রীজ নির্মান হবে,তবে আরসিসি ব্রীজ নির্মাণ হতে একটু সময়ের ব্যাপার,তাই সামনে ঈদে ঘরমুখো জনমানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ