Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেদ্দায় সউদি ক্রাউন প্রিন্সের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:২০ পিএম

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিন সালমানের আমন্ত্রণেই তিন দিনের সৌদি আরব সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। শুক্রবার জেদ্দায় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুই নেতা সৌদি-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যেকার বাণিজ্য বৃদ্ধির উপায়গুলো পর্যালোচনা করেন তারা।


জিও টিভি জানিয়েছে, ১৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সৌদি সফরে যান শেহবাজ। শুক্রবার আল-সালাম প্রাসাদে পাক প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিন সালমান। পাশাপাশি তাকে দেয়া হয় গার্ড অব অনার। এ দলে রয়েছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, শাহজাইন বুগতি, মোহাসিন দাওয়ার, খালিদ মকবুল সিদ্দিকী, চৌধুরী সালিক এবং প্রধানমন্ত্রীর চারজন স্টাফ।

যাযাদি/ এস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ