Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা বাবার কবরের পাশে চির নিদ্রায় অধ্যাপক মান্নান

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ৮:৫৬ পিএম | আপডেট : ৮:৫৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের নামাজে জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার বাদ জোহর নগরীর শহিদ বরকত স্টেডিয়ামে ও বাদ আসর সালনায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ শরিক হন।

এদিকে অধ্যাপক এমএ মান্নানের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে গাজীপুর মহানগর বিএনপি। এ তিন দিন দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধনমিত এবং প্রতিদিন কুরআন খানি, দোয়া ও ইফতারের আয়োজন থাকছে। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।

জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার, জেলা বিএনপিসাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপি, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শরিক হন।

জানাজা শেষে মরহুমের স্থানীয় কাউলতিয়ার বাড়ির কাছে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক এমএ মান্নান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিক, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্নান

৬ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ