বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত চালকের সহকারি (হেলপার) মারা গেছেন। তার নাম মিন্টু কুমার চৌধুরী (৪২)। বৃহস্পতিবার (২৮এপ্রিল) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু কামার নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বাবুলাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সেনা সদস্যসহ আরও অন্তত বাসের ১০ যাত্রী। এরমধ্যে গুরুতর তিনজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও একজনকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-টাঙ্গাইল জেলার এলাঙ্গী এলাকার আব্দুল জলিল (২০), সাবিনা খাতুন (৩২) ও সেনা সদস্য আরিফুল ইসলাম (২৪)। এছাড়া বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশকয়েকজন ব্যক্তি আহত হন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে বগুড়ায় হাসপাতালে নেওয়া নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু কুমার চৌধুরী মারা যান। হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।