Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে আর্থিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক। এই সহায়তার ৪০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ‘দ্রুতই’ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর। সেখানে বলা হয়, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে বিশ্ব ব্যাংক। রয়টার্স লিখেছে, মহামারীর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ভারত মহাসাগরের দ্বীপদেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট নিয়ে এসেছে। এ মাসের শুরুতে আর্থিক সহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা শুরু করে শ্রীলঙ্কা। এছাড়া তারা আরও কয়েকটি দেশ ও বহুজাতিক সংস্থার কাছেও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ১৯০ কোটি ডলার দিয়েছে। জ্বালানিসহ নিত্যপণ্য আমদানির জন্য আরও ১৫০ কোটি ডলারের তহবিল পেতে দিল্লির সাথে কথা বলছে কলম্বো। এছাড়া চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড ঋণ পাওয়ার জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেন, কলম্বো এশীয় উন্নয়ন ব্যাংকের কাছেও সহায়তা চাইতে পারে।অর্থনৈতিক সংকট ও বিদেশি মুদ্রার মজুদ তলানিতে থাকায় এ মাসের শুরুতে কিছু বিদেশি ঋণের কিস্তি পরিশোধ স্থগিত ঘোষণা করে শ্রীলঙ্কা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি, রান্নার গ্যাস ও ওষুধ আমদানির মত অপরিহার্য নিত্যপণ্য আমদানির ব্যয় মেটাতে ঋণের কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ