Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে পটকা বিষ্ফোরনে দুইজন নিহত মালিক বোরহান গ্রেফতার

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৭:৫৫ পিএম

নান্দাইল চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামের অবৈধ পটকা কারখানা মালিক মৃত চাঁন মিয়া মুন্সির পুত্র বোরহান উদ্দিন কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২৩ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতার করে বলে বিকাল ৩ টায় সিআইডির ময়মনসিংহের পুলিশ সুপার আনিছুর রহমান নিশ্চিত করেন। এসময় তিনি আরো বলেন সিআইডি ঢাকা ও ময়মনসিংহের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ এপ্রিল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রাম বোরহান উদ্দিনের অবৈধ পটকা তৈরির কারখানায় পটকা বিষ্ফোরণে দুই নারী কর্মী নিহত হয়। নিহতরা হলেন, বাশহাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫)। এ ঘটনায় বুধবার রাতেই নান্দাইল মডেল থানার এসআই বাবলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫ জনের নামে বিষ্ফোরণ দ্রব্য আইন ১৯০৮ ও অপরটি ৩০২/৩৪ হত্যা মামলা দায়ের করেন। এতে কারখানার মালিক বোরহান উদ্দিন (৫০), ফখর উদ্দিন (৬০) ,শাহজাহান (৪০), আব্দুল হেলিম (৪৫) আসামি করা হয়। এদিকে অবৈধ পটকা কারখানা থেকে উদ্ধার হওয়া বিষ্ফোরণ গত শুক্রবার বিকালে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) বোমা নিষ্ক্রিকরণের একটি দল নান্দাইল মডেল থানায় জব্দ করা অবৈধ পটকা কারখানার সরঞ্জাম নিষ্ক্রিয় করেন। বোরহান উদ্দিনের দীর্ঘ ১৫/২০ বছরের অধিক সময় ধরে পুলিশ ও এলাকার মানুষের চোঁখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পটকা ও বিস্ফোরক দ্রব্য তৈরি করে আসছিল। বিভিন্ন ধরনের উৎসব ও আয়োজনে পটকা বিক্রি করা হত। তাছাড়া বোরহান উদ্দিনের অবৈধ পটকা কারখানার তৈরি পটকা দেশের বিভিন্ন স্থানে পাইকারী ভাবে বিক্রি করতো বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ