Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

নীড়ে ফেরা হোক নিরাপদ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:১০ এএম

জীবন-জীবিকার তাগিদে ক্ষণিকের জন্য পরিত্যাগ করতে হয় শিকড়ের বন্ধন। কিন্তু স্বল্প সময়ের জন্য তা ত্যাগ করা সম্ভব হলেও সম্পূর্ণরূপে ছিন্ন করা সম্ভবপর নয়। তাইতো জীবনের ঝুঁকি নিয়ে, কণ্টকাকীর্ণ পথ পারি দিয়ে নীড়ে ফেরা শুরু ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য। তবে এ যাত্রা যেনো কারো প্রিয় বিয়োগের কারণ না হয়। জনবহুল দেশে প্রয়োজনীয় যানবাহন, সড়কপথের অভাবে দুর্ভোগ পোহাতে হয় আমাদের। বাস্তবিকপক্ষে এখন চাইলেই ভোগান্তি কমানো সম্ভবপর নয়। কিন্তু সতর্কতা অবলম্বন করে দুর্ঘটনা এড়িয়ে বাড়ি ফেরা সম্ভব। ট্রেনের দরজায় বাঁদর ঝুলা হয়ে, বাসের ছাঁদে আরোহণ করে, মাত্রাতিরিক্ত যাত্রী বহন করে যান চলাচল থেকে বিরত থাকতে হবে। চালকদের ওভারটেক করার প্রবণতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মানসিকতা পরিহার করতে হবে। যান চলাচলে আইন ভঙ্গকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় অবস্থান কামনা করছি। যাত্রাপথের সমস্ত ভোগান্তির গ্লানি ম্লান হয়ে যাক আপনজনের হাসিমাখা মুখের নিকট। সকলের নীড়ে ফেরা হোক নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়।

আল-কাইয়ুম সিয়াম
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীড়ে ফেরা হোক নিরাপদ

২৪ এপ্রিল, ২০২২
আরও পড়ুন