Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোরআন পোড়ানোর বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ অব্যাহত, সহিংসতায় ২৬ পুলিশসহ আহত ৪০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১০:৩৬ এএম

পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে সুইডেনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ থেকে কমপক্ষে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির পুলিশ জানিয়েছে, সহিংসতায় ২৬ পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন এবং ২০ টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংঘর্ষে প্রায় ২০০ জন জড়িত ছিল। এটি অপরাধী চক্রের নেটওয়ার্কের মাধ্যমে সংগঠিত হয়ে থাকতে পারে। সংঘর্ষে জড়িত বেশ কয়েকজন পুলিশ এবং নিরাপত্তা পরিষেবার কাছে আগে থেকেই পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে চলমান দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সউদী আরব, ইরান ও ইরাক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পলুডান আয়োজিত একটি বিক্ষোভের পর সহিংসতা শুরু হয়। পলুডান খ্রিষ্ট ধর্মের উৎসব ইস্টার সানডের সপ্তাহান্তে সুইডেন জুড়ে একাধিক বিক্ষোভের অনুমতি পেয়েছিলেন। তাঁর আয়োজিত বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পলুডান একজন ড্যানিশ-সুইডিশ রাজনীতিক।



 

Show all comments
  • Mostafa kamal ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৬ এএম says : 0
    Has time not come yet for muslims to unite worldwide ?
    Total Reply(0) Reply
  • মোঃ রবিউল ইসলাম ১৯ এপ্রিল, ২০২২, ৪:২৯ পিএম says : 0
    আল্লাহর গযব পড়ুক তাদের ওপর যারা পবিত্র কুরআন মাজিদকে অবমাননা করে।????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ