মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের নবনির্বাচিত সরকারে প্রথম দফায় শপথ নিতে পারেন ১০ থেকে ১২ জন মন্ত্রী। সোমবার বা মঙ্গলবার এই শপথ অনুষ্ঠান হতে পারে। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ।
অবশ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মন্ত্রিসভা হতে পারে ২৫ সদস্যের। এর মধ্যে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে আসতে পারেন ১৪ জন, ১১ জন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)। বাকি একজন মন্ত্রী হবেন জোটের কোনো দলের।
এর আগে রোববার রাতে সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি এবং তার ছেলে ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত হয়। এ সময় প্রধামন্ত্রীর সঙ্গে এই দুই নেতার আরও বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী শাহবাজকে প্রথম দফায় জোটের সব অংশীদারকে মন্ত্রিসভায় পদ দেওয়ার পরামর্শ দেন। আর দ্বিতীয় দফায় পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, প্রথম দফায় হয়তো মন্ত্রীদের শপথ হতে পারে সোম বা মঙ্গলবার। এই দফায় ১০-১২জন বা তার কিছু কম-বেশি সদস্য শপথ নিতে পারেন।
শনিবার আসিফ জারদারি একজন সাংবাদিককে জানিয়েছিলেন, পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে না। কারণ তিনি চান জোটের অংশীদারদের আগে স্থান দেয়া হোক। পরে পিপিপির জ্যেষ্ঠ নেতারা তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ওই বক্তব্যের অর্থ এই নয় যে দল মন্ত্রিসভায় যোগ দেবে না। সূত্র : দ্য নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।