বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আলতাফ বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার বেড়-বিন্নি গ্রামের মৃত নকিম বিশ্বাসের ছেলে।
আহতদের মধ্যে মিলন বিশ্বাস ও নাজমুল বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে হরিনাকুন্ডু উপজেলার চাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কামাল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছি। এরই জেরে কয়েকদিন আগে বেড়-বিন্নি বাজারে বকুল নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। এ নিয়ে সকালে উভয়গ্রুপের সমর্থকরা শেখপাড়া বাজারে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুহুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নুর নাহার বেগম জানান, আলতাফ বিশ্বাস কৃষি কাজ করতো।সে কোন রাজনীতি করে বেড়াতো না। তবে বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থক ছিল। বিনা দোষে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: রিজওয়ানা জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে তিন জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে আলতাফ বিশ্বাসের মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ কারনেও তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদনেই সঠিক মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, এ নিয়ে গেল চার দিনের ব্যবধানে ঝিনাইদহে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে প্রান গেল ৩ জনের। চলতি মাসের ১৪ তারিখে কোটচাদপুর পৌর সভার চৌগাছা স্টান্ডে পৌরসভার টোল আদায় কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ধারালো অস্তের আঘাতে ২ জনের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।