মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)। গতকাল বুধবার রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেপ্তার হয়েছেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাসিন্দাদের উদ্দেশে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীকে আমরা ধরতে পেরেছি। আমরা এই শহরের জনগণকে রক্ষা করব। যারা নিউইয়র্কে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের আমরা গ্রেপ্তার করব।
ব্রুকলিনের আটর্নির অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার রবার্ট জেমসকে আদালতে তোলা হবে।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।