বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। ঘাতকদের শনাক্ত করতে মাঠে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি'র পৃথক টিম কাজ করছে বলে দাবি করেন পরিদর্শক আনোয়ার হোসেন।
এদিকে এই ঘটনার পর রাত পৌনে ১২ টার দিকে পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্প্রতি হঠাৎ করেই কক্সবাজারে খুন-খারাবি, চুরি-ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। গত ১৫ দিন থেকে প্রতিদিন খুন-খারাবি, চুরি-ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড বিরামহীনভাবে ঘটছে। এতে করে মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা যেমন বেড়ে গেছে তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।