Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:৩২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহামুদ (৪৫)। পলাশ নওগাঁ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও শোয়েব বগুড়া শহরের রানা প্লাজায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, পলাশ ও শোয়েব একে অপরের বন্ধু। সম্প্রতি মহাদেবপুর থেকে পলাশের অন্য জায়গায় পোস্টিং হয়েছে। এজন্য তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পোরশা এলাকায় এলজিডি অফিসে তার আনুষঙ্গিক কাজ মেটাতে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শোয়েব মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই নাসির উদ্দিন আরও বলেন, ঘাতক ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে এখনো ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ