Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে ৫ টাকার পরোটা হয়ে গেলো ১০ টাকা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ৫:১৮ পিএম

ইফতারে ব্যয় কমানোর জন্য পরোটা খান সুমন আহম্মেদ নামের এক হোসিয়ারী শ্রমিক। এখন সেই ৫ টাকা মূল্যের একটি পরোটা হয়ে গেছে ১০ টাকা। বেড়েছে ডাল ভাজির মূল্যও।
সুমন আহম্মেদ জানান, ‘আগে ৩টি পরোটা গেতেন, এখন ২টি পরোটা খাচ্ছেন’সুমনের মতোই নিয়মিত নাস্তার তালিকায় পরোটা খান দোকানী নাহিদ।নাহিদ বলেন, এখন নাস্তা গেতে নির্ধারিত বাজেটের চেয়ে বেশি খরচ হচ্ছে।
শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ধনীদের নাস্তার তালিকায় অনেক লম্বা হলেও গরিবের নাস্তার তালিকা মানেই পরোটা-বাজি। এক কেজি ময়দায় ২-৩ টাকা বেড়েছে। অথচ শ্রমিকের নাস্তার একটি পরোটাতে বেড়েছে দ্বিগুণ। কিন্তু শ্রমিকের মজুরী বৃদ্ধি পায়নি। আমরা এমন মুনাফা লোভী ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নীতাইগঞ্জ ঘুরে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে ৫০ কেজির প্রতি বস্তা ময়দা বিক্রি হয়েছে ১ হাজার ৩৫০ টাকায়। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রভাব শুরু হওয়ার পর থেকে বর্তমানে
প্রতি বস্তা ময়দার দাম ১ হাজার ৫০০ টাকা। অথাৎ কেজিতে ৩ টাকা বেড়ে ময়দার দাম হয়েছে ২৭ টাকা থেকে ৩০ টাকায়।
কাঁচপুর ইউনিয়নের হোটেল ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, এক কেজি ময়দায় পরোটা হয় ১৮ থেকে ২২টি।
ময়দার দাম বাড়ার পর থেকে নারায়ণগঞ্জের বেশ কিছু দোকান ঘুরে দেখা গেছে ৫ টাকার প্রতিটি পরোটা ৬ টাকা করে বিক্রি হচ্ছে। অথচ, নগরীর বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত দীপা সুইট নামের একটি দোকানে সেই পরোটা বিক্রি হচ্ছে ১০ টাকা প্রতিটি। একই ভাবে বাড়ানো হয়েছে ডাল ভাজির মূল্য।
দীপা সুইটে কর্মকর্তরা জানান, ‘১ এপ্রিল থেকে পরোটার মূল্য বাড়ানো হয়েছে। দাম এটাই বহাল থাকবে, কেউ খেলে খাবে, না খেলে চলে যাবে’।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ুুুজানান, ব্যাপারটি জানা ছিলো না। আমরা অবশ্যই ব্যাপারটি দেখবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ