Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নতুন মুখ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১১:৫৬ এএম

বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব।

মঙ্গলবার (৫ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

আহমেদ আলী মুকিব এর আগে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়া সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দুই জেলায় মহিলা দলের কমিটি গঠন

এদিকে রাঙামাটি ও নওগাঁ জেলা শাখায় জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরজাহান বেগম পারুলকে সভাপতি ও ছালেহা আক্তারকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল রাঙামাটি জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সংগঠন‌ করা হয়েছে।

অপর দিকে মোসা. মাসরেখা বানু চৌধুরী সীমাকে সভাপতি এবং মোছা. ফাতেমা খাতুনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ জেলা শাখার ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সংগঠন করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উভয় কমিটি অনুমোদন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ