Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির প্রতীকী গণঅনশন পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০০ এএম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে সারাদেশে প্রতীকী অনশন করেছে বিএনপি। এ সময় দ্রব্যমূল্য কমানোর দাবি জানান বক্তারা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন।
কক্সবাজার ব্যুরো জানায়, জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনশনে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী, জেলা সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, রফিকুল হুদা চৌধুরী ও অ্যাডভোকেট হাসান ছিদ্দিকীসহ নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
যশোর ব্যুরো জানায়, জেলা বিএনপির কার্যলয়ের সামনে অনশন কর্মসূচি পালন করে সদর উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে মানুষ হাহুতাশ করছে। প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। এতে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে পারছে না সাধারণ মানুষ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসলে আগামীদিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতীক অনশনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিনিয়র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, এম আর ইসলাম স্বাধীন প্রমুখ।
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানায়, সাতক্ষীরায় কামালনগরস্থ একটি কমিউনিটি সেন্টারে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীমের সঞ্চালনায় প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
তিনি বলেন, সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। দেশে ন্যায় বিচার নেই, দরিদ্রতা দেশকে গ্রাস করে ফেলছে। প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও আচরণে দেশের মানুষকে হয়রানি ও অপমানিত হতে হচ্ছে। দুর্নীতিসহ দ্রব্যমূল্যের ঊর্র্ধ্বগতিতে সারাদেশের মানুষের নাভিশ^াস উঠে গিয়েছে। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদস্য-সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক এবাদুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানায়, মাগুরা জেলা বিএনপির প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন প্রমুখ।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির অনশনে সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেছেন, আ.লীগ সরকারের সময় শেষ। মামলা, হামলা, গ্রেফতার দূরে থাক জনগণের আন্দোলনের মুখে আপনারা বন্দুক উঁচিয়ে গুলি করার সময়ও পাবেন না। এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে হটাতে জনগণ প্রস্তুত মন্তব্য করে বলেন, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা নিবারণের জন্য এই মাফিয়া সরকার উৎখাতের বিকল্প নেই।
গতকাল বুধবার নগরীর রাজবাড়ি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সকাল ১০টায় এ অনশন কর্মসূিচ শুরু হয়। বেলা ২টায় গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ন কবীর খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা হুমায়ুন কবীর মাস্টার, মো. শাহজাহান ফকির, খায়রুল আহসান মিন্টু, অ্যাডভোকেট কাজী খান, প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন, প্রমুখ।
গণঅনশনের বক্তারা, সরকারকে রমজান মাসের আগে চাল, ডাল, তেল, গ্যাস’সহ দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবি জানান। এসময় বিএনপির সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ গণঅনশনে অংশগ্রহণ করেন।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, অনশনে বরগুনা জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, বরগুনা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মাঈনুদ্দীন, জেলা মহিলা দলের সভাপতি রিমা জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিনসহ প্রমুখ।
বক্তারা আসন্ন রমজানে ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় মালামাল মজবুত করার তীব্র নিন্দা জানিয়ে তারা অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য আহ্বান জানান।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, অনশনে সভাপতিত্ব করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী। ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রেীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাস, ফজলুল হক টুলু, আবজাল হোসেন খান পলাশসহ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, শহরের মৌড়াইল এলাকায় অনশন কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন, এ, বি, এম মমিনুল হক, আলী আজম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যদি বিএনপিকে ছাড়া নির্বাচন হয়, তাহলে যে ধ্বংসযজ্ঞ হবে তার দায়ভার আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। পরে ডাক্তার মেজবাহ উদ্দীন চৌধুরী ও ডাক্তার মকবুল হোসেন অনশনরতদের পানি পান করিয়ে প্রতীকী অনশনের শেষ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ