বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার খলিল মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০) মার্চ ছোট ভাই জোড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী স্থানীয় এক নারীর সাথে কয়েক মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাচ্চু সাথে। এরপরই শুরু হয় পারিবারিক কলহের জের এবং গত প্রায় ১৫ দিন ধরে অসংলগ্ন আচরণ করতে থাকেন।
নিহত বাচ্চুর স্ত্রী আসমা বেগম বলেন, প্রতিবেশী স্থানীয় একটি মেয়ের সাথে প্রেম চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে বাধা দিলে স্বামী বাচ্চু মিয়া বিভিন্ন সময়ে মারধর ও ঘরের মালামাল ভাঙচুর করতেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার ঝগড়াঝাঁটি করে ঘর থেকে বের হয়ে যায়, রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির আঙ্গিনায় তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।