মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। আর এই সক্ষমতা কোনও কিছুর সঙ্গে বিনিময় কিংবা কোনও মূল্যে বিক্রি করা হবে না বলে জানান তিনি। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন কিম। সোমবার এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে গত বৃহস্পতিবার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া দাবি করে এটাই তাদের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। এই পরীক্ষায় জড়িত কর্মকর্তা, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং উন। কিম জং উন বলেন, ‘যখন কারো কাছে ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা থাকে, যে কাউকে থামানোর বিপুল সামরিক শক্তি থাকে, তখনই কেবল যুদ্ধ এড়ানো যায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সাম্রাজ্যবাদীদের সব হুমকি এবং ব্ল্যাকমেইল নিয়ন্ত্রণে রাখা যায়।’ বৃহস্পতিবারের পরীক্ষা নিজেই তদারকি করেন কিম জং উন। তিনি বলেন, নতুন আইসিএমবি যুক্তরাষ্ট্রের যেকোনও সামরিক পদক্ষেপ ঠেকাতে সাহায্য করবে। কিম আরও বলেন, উত্তর কোরিয়া ‘আরও নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত শক্তি’ তৈরি অব্যাহত রাখবে। এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার ওপর জোরালো নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে। তবে চীন এবং রাশিয়া এই উদ্যোগের বিরোধিতার ইঙ্গিত দিয়ে বলেছে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার বোঝা কমানো প্রয়োজন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।