Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বাম জোটের হরতাল চলছে : প্রভাব নেই জনজীবনে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১০:১৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদের বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল শুরু হলেও নগরবাসীর অনেকেই বিষয়টি জানেন না। কারা হরতাল ডেকেছে, আবার কেনইবা ডেকেছে সে বিষয়ে অবগত নন সাধারণ নাগরিকরা।

সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকার নাগরিকদের সঙ্গে কথা বললে তারা এমনটাই জানান। এসব নাগরিক জানান, তারা হরতালের বিষয়ে জানেনই না।

রাজধানীর ধানমণ্ডি এলাকার রিকশাচালক সিদ্দিক মিয়ার কাছে হরতালের অবস্থা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আজকে হরতাল? কি কন! জানি না তো।'

একই উত্তর অটোরিকশা চালক ফিরোজ হোসেনের কণ্ঠেও। তিনি বলেন, কে হরতাল ডেকেছে জানি না তো।

মোহাম্মদপুরের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মামুন মিয়া বলেন, 'হরতাল দেছে কেডা? কইতে পারি না তো। ভোরে তো কারুন বাজার (কারওয়ান) গেলাম। ওইহানেও তো কেউ কিছু কইলো না।'

বাম জোট হরতালেও খোলা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক দিনের মতোই চলছে দোকানপাট। প্রভাব নেই জনজীবনেও।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। গত ১১ মার্চ এই হরতালের ডাক দেয় বাম জোট। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সেদিন হরতালের ডাক দেন। যদিও হরতাল ডেকে এখন দেশে নেই তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে দেশের বাইরে আছেন তিনি।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ