Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনভর পিকেটিং, বিকেলে সমাবেশ ও মোনাজাতে হরতালের সমাপ্তি সিলেট হেফাজতের!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৬:৪৫ পিএম

সিলেটে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ‘স্বত:স্ফূর্তভাবে’ পালিত হয়েছে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে সিলেটে। দিনভর মিছিল-পিকেটিং শেষে গতকাল (রবিবার) বিকেলে আছরের নামাজের আগে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে রাস্তা ছেড়েছেন সিলেট জেলা ও মহানগর হেফাজতের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বত:স্ফূর্তভাবে সিলেটবাসী হেফাজতের হরতাল পালন করেছেন এ জন্য সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এছাড়া আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান তারা।


হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমির ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও জামেয়া মাদানীয়া কাজিরবাজারের প্রিন্সিপাল হেফাজত নেতা মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল মজদুদ উদ্দিন, মাওলানা রেজাউল করিম জালালী, জেলা হেফাজত নেতা মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মহানগর হেফাজত নেতা অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, হাফিজ তাজুল ইসলাম হাসান, মাওলানা সামসুদ্দিন মো: ইলিয়াছ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা আসলাম রহমানী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ কবির আহমদ, মাওলানা আসিকুর রহমান, হাজী আব্বাস জালালী, আবু সুফিয়ান, আবু বক্কর সিদ্দিক, আবুল খয়ের, আব্দুল করিম দিলদার, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা একরামুল হক জুনেদ, হাফিজ শাহিদ হাতিমি প্রমুখ।
সমাবেশে বক্তারা সিলেটে হরতাল সফলভাবে পালন করায় ব্যবসায়ী ও বাস মালিক সমিতি নেতৃবৃন্দ সহ সিলেটের আপামর তৌহিদি জনতাকে ধন্যবাদ জানান। শেষে বিকেল পৌনে ৫টায় দোয়ার মাধ্যমে হেফাজতের সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ