বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দাপুটে মেজাজে সিলেট হরতাল পালন করেছে সিলেট হেফাজতের নেতাকর্মীরা। বাদ ফজর থেকে তারা নেমে পড়ে পিকেটিং এ। সংগঠন ও নেতার নির্দেশনা বাস্তবায়নে জানবাজীতে তারা ছিল অবিচল। রক্ত চক্ষু পরোয়া করেনি তারা। সিলেট নগরী সহ রাজপথে শক্ত অবস্থানে ছিল হরতাল সফলে তাদের অবস্থান। তাদের কারনে ব্যস্ততম রাতাগুলো ছিল ফাঁকা। মনে হয়েছে কত জনম জনম ভর, এখন্ড অবসর জুটেছে পীচঢালা রাস্তার। চলেনি গাড়ির চাঁকা, টার্মিনালগুলোতে নিরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল যান্ত্রিক এ দানবগুলো। একটি ট্রাক রাস্তা দিয়ে চলাচল করতেই থামিয়ে দেয় হেফাজতের কর্মীরা। নগরীর রাজপথে দল বেধে বসে থামিয়ে রাখেন গাড়ির চাকা। কোন ধরনের অযাচিত হামলায় নিরাপত্তা সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করতে দেখা যায়, বড় বড় থালা। কি অভিনব পন্থায় সুরক্ষা বূহ্য তাদের। গ্রাম অঞ্চলে হেফাজত কর্মীরা ছিল সরব। আঞ্চলিক সড়কে ইট পাথর বাঁশ বসিয়ে পিকেটিং করেছে তারা। শর্ত একটাই গাড়ি চলতে দিবো --না। তাদের দৃড় মনোবল ও হরতাল সফলের কোন পদক্ষেপ বিফলে যায়নি। দিন শেষে তারাই দেখেছে হরতাল সফল হয়েছে স্বর্তর্স্ফূতভাবে। এক হেফাজত কর্মী উচ্ছ্বাসিত সুরে বললেন, আমরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।