পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে পারেনি কেউ। সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক ওহিদুর রহমান গতকাল রোববার তিনি এ তথ্য জানান।
উপ-পরিচালক বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের ৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। লঞ্চটি নদীর ওপারে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানতে পারেনি। তবে সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকা-বরিশাল রুটের এ লঞ্চটিতে আগুন লাগে। ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে সিগারেট, গ্যাস সিলিন্ডার বা এসি থেকে আগুন লাগতে পারে বলে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাজাহান শিকদার সাংবাদিকদের বলেন, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো অবস্থায় ছিল। অজ্ঞাত কারণে সেটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অগ্নিকাÐের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান শাহজাহান শিকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।