Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক মন্দা আরো ঘনীভ‚ত হয়েছে লেবাননে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৮ এএম

চলতি বছরের ফেব্রুয়ারিতে লেবাননের মূল্যস্ফীতি ২১৫ শতাংশে পৌঁছেছে। এ নিয়ে অর্থনৈতিক মন্দা আরো ঘনীভ‚ত হয়েছে দেশটিতে। সকট কাটাতে আর্থিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে লেবানন সরকার। খবর দ্য ন্যাশনাল। ২০২০ সালের জুলাইয়ের পর এ নিয়ে টানা ২০ বার কেন্দ্রীয় পরিসংখ্যান প্রশাসনে ভোক্তা মূল্যসূচক তিন অংকে বেড়েছে। জানুয়ারির তুলনায় গত মাসে সূচক বেড়েছে ৪ দশমিক ৩১ শতাংশ। গত মাসে দেশটির মূল্যস্ফীতি রেকর্ড হারে বাড়লেও তা ১৯৮৭ সালে দেশটিতে গৃহযুদ্ধের সময়কালীন সর্বোচ্চ ৭৪১ শতাংশ থেকে কম ছিল। খুচরা মূল্য নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের অপারগতার কারণেই লেবাননে মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০২০ সালের মার্চে ৩ হাজার ১০০ কোটি ডলার মূল্যের ইউরোবন্ড ঋণখেলাপির পর লেবাননের অর্থনীতি ধসে পড়ে। কালোবাজারে ডলারের বিপরীতে লেবাননের মুদ্রার মূল্য ৯০ শতাংশ পতন হয়। এর পর থেকেই দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে থাকে। গত বছর সরকারি দেনা বেড়ে ১০ হাজার কোটি ডলারে পৌঁছায়। বিশ্বব্যাংকের তথ্য বলছে, এ নিয়ে সর্বোচ্চ ঋণ জিডিপির অনুপাতে জাপান, সুদান ও গ্রিসের পর বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে লেবানন। এমিরেটস এনবিডির ম্যাক্রো স্ট্র্যাটেজির প্রধান শেডি এলবর্নো বলেন, প্রধান গম আমদানিকারক হিসেবে প্রত্যাশার থেকে আরো ধীরগতিতে দেশটির মূল্যস্ফীতির চাপ কমবে। স¤প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে গম সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়। দেশে গম মজুদের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য রাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে লেবানন সরকার। এছাড়া গত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় পরিবহন ব্যয় বেড়েছে ৫১০ শতাংশ। রেস্তোরাঁ ও হোটেল ব্যয় বেড়েছে ৪৪৯ শতাংশ। পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যয় ৪১৩ শতাংশ, খাদ্য ও পানীয় ব্যয় ৩৯৬ শতাংশ এবং পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানি ব্যয় ৩৭২ শতাংশ বেড়েছে। ২০২০ সালে লেবাননের অর্থনীতি ২৫ শতাংশ সংকোচন হয়। দ্য ন্যাশনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ