মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিগ্রের বিদ্রোহীরা শুক্রবার ‘সহিংসতা বন্ধ করতে’ সম্মত হয়েছে। এর এক দিন আগে সরকার অনির্দিষ্টকালের জন্য মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পরেই বিদ্রোহীদের এমন পদক্ষেপের কারণে উত্তর ইথিওপিয়ার ১৭ মাসের যুদ্ধে এক নতুন মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের সরকার হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে বলেছে যে তারা আশা করে এ পদক্ষেপটি টিগ্রেতে মানবিক অধিগমন সহজ করবে এবং উত্তর ইথিওপিয়ার সংঘাতের সমাধানের পথ প্রশস্ত করবে। ২০২০ সালের নভেম্বরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে হাজার হাজার মানুষ মারা গেছে এবং আরো অনেকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ এ সংঘর্ষ টিগ্রে থেকে আমহারা ও আফারের পাশের অঞ্চলে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, অ্যাবির সরকার দুস্থদের কাছে সহায়তা পৌঁছাতে বাধা দেয়, অন্যদিকে কর্তৃপক্ষ বিদ্রোহীদের বাধা দেয়ার জন্য দায়ী করেছে। ৬ কোটি জনসংখ্যার টিগ্রেতে প্রায় ৪০ শতাংশ মানুষ ‘চরম খাদ্যাভাবের’ মুখোমুখি। জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছিল, জ্বালানি ঘাটতির কারণে ত্রাণ কর্মীদের পায়ে হেঁটে ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সরবরাহ করতে বাধ্য করা হয়েছে। ভয়েস অফ আমেরিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।