Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু আলোচনার সার্বিক চুক্তিতে বাধা যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ৩:৫৯ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান গতকাল (শনিবার) জানিয়েছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে সার্বিক চুক্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ আছে। তবে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি হলো চুক্তিতে পৌঁছানোর প্রধান বাধা।

আবদুল্লাহিয়ান এদিন একটি টেলিভিশন ভাষণে বলেন, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও চ্যালেঞ্জ ও মতভেদ রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানি ব্যক্তি ও বিভিন্ন ব্যক্তির ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া ছিল আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি।

এ ছাড়া, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রদানকারী হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ভূমিকাকেও স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য, অষ্টম দফা আলোচনা ২০২১ সালের ২৭ ডিসেম্বর ভিয়েনায় শুরু হয়েছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ