দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৬) এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও তিনজন গুরুত্বর আহত হন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর শহর থেকে বিরল যাওয়ার পথে একটি মালবোঝাই ট্রাক বালুয়াডাঙ্গা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে মুখোমুখি ধাক্কা দেয়।
এসময় ইজিবাইকটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় ট্রাক ঢুকিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে। আহতরা মুমূর্ষু অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।